সংবিধানের প্রাধান্য, সংবিধান বাতিল, স্থগিত করা ইত্যাদি | বাংলাদেশের সংবিধান

সংবিধানের প্রাধান্য, সংবিধান বাতিল, স্থগিত করা ইত্যাদি – বাংলাদেশের সংবিধানের সহজ পাঠ: নির্বাহী বিভাগ – রাষ্ট্রপতি [ Executive Branch – President ] ক্লাসটি “বাংলাদেশের সংবিধানের সহজ পাঠ” সিরিজের পর্ব।

 

সংবিধানের প্রাধান্য, সংবিধান বাতিল, স্থগিত করা ইত্যাদি

সংবিধানের প্রাধান্য

(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷

(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

 

জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক, রাজধানী

 

সংবিধান বাতিল, স্থগিত করা ইত্যাদি

৭ক। (১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় –

(ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা

(খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে-

তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।

(২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত-

(ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা

(খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে-

তাহার এইরূপ কার্যও একই অপরাধ হইবে।

(৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।

 

সংবিধানের প্রাধান্য

 

সংবিধানের প্রাধান্য, সংবিধান বাতিল, স্থগিত করা ইত্যাদি নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুন:

 

Leave a Comment